Share Market in Bengali:শেয়ার মার্কেট মানে কি? নিফটি 50 কি?

শেয়ার মার্কেট মানে কি ? নিফটি 50 কি ? What is Share Market in Bengali

শেয়ার বাজার কি? (What is Share Market in Bengali) এমন একটি প্রশ্ন যা কমবেশি সবার মনেই আসে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আপনি শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন; আপনি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন, এবং অনেকে শেয়ার বাজারকে জুয়া বলে। স্টক মার্কেট (stock market) কীভাবে কাজ করে সে সম্পর্কে সঠিক তথ্য না জেনে, আপনি যদি বাজারে প্রবেশ করেন তাহলে আপনি আপনার আপনার সমস্ত অর্থও হারাতে পারেন। যদি একবার আপনি আপনার টাকা হারান, আপনি তা আর ফিরে পাবেন না।

শেয়ারবাজার নিয়ে মানুষের মনে অনেক ভীতি কাজ করে এবং অনেকেই এর থেকে দূরে থাকতে পছন্দ করেন। তবে বিশ্বাস করুন, শেয়ারবাজার খারাপ নয় এবং জুয়াও নয়। আপনি যদি ভালোভাবে শিখেপড়ে, ঠাণ্ডা মাথায় কাজ করেন, এবং একটু সময় দেন তাহলে এখান থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করে নিজেকে ও আপনার পরিবারকে সুন্দর জীবন উপহার দিতে পারবেন।

এই পোস্টের নীচে, শেয়ার বাজার ( Share Market in Bengali) সম্পর্কে সমস্ত প্রাথমিক তথ্য আলোচনা করা হয়েছে।

শেয়ার মার্কেট মানে কি? What is the share market in Bengali?

শেয়ার মার্কেটকে স্টক মার্কেট ( Stock Market) বলা হয়। যেমন নামেই বোঝা যাচ্ছে এইটা একটা বাজার এখানে সমস্ত কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। শেয়ার বাজারে আপনি আপনার পছন্দের প্রায় সমস্ত কোম্পানি পেয়ে যাবেন। এই বাজারএ ( Share Market in Bengali) বিভিন্ন কোম্পানি নথিভুক্ত হয় জনগণের কাছে তাদের শেয়ার বিক্রি করার জন্যে, আর ক্রেতা বিক্রেতারা একসাথে মিলিত হয় শেয়ার কেনা বেচা করার জন্য। যে কেউ এই বাজার থেকে শেয়ার কিনতে পারে এই বাজার সবার জন্য খোলা।

শেয়ার বাজার কোন কোন দিন খোলা থাকে কতক্ষন পর্যন্ত?

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত শেয়ার বাজার খোলা থাকে তাছাড়া বিভিন্ন সরকারি ছুটির দিনে শেয়ার বাজার বন্ধ থাকে। শেয়ার বাজার সকাল 9.15 a.m খোলে আর দুপুর 3.30 p.m বন্ধ হয়। প্রতি বছরে শুধু একবার সন্ধেবেলা 6.15 p.m 7.15 p.m দীপাবলির ( Diwali) সময় শেয়ার বাজার খোলে যাকে মুহুরত ট্রেডিং ( Muhurat Trading) বলা হয়।

কিভাবে শেয়ার কিনবেন?

শেয়ার কিনতে গেলে প্রথমে আপনাকে একটি ডিমেট একাউন্ট (Demat Account) খুলতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কি এই ডিমেট একাউন্ট? ধরুন আপনি যদি টাকা ব্যাঙ্ক এ রাখতে চান তাহলে আপনাকে একটি ব্যাঙ্ক একাউন্ট খুলতে হবে টাকা লেনদেন করার জন্য, ঠিক সেইরকম শেয়ার রাখা কিংবা ট্রেডিং করার জন্য আপনার একটি ডিমেট একাউন্টের প্রয়োজন। ডিমেট একাউন্ট খোলার পর খুব সহজেই আপনি ঘরে বসেই শেয়ার কেনা বেচা করতে পারবেন।

মনে রাখবেন শেয়ার কেনার মানেই হলো আপনিও ঐ কোম্পানির একজন মালিক উদাহরণ AA লিমিটেড থেকে আপনি 100 টাকায় 1টি শেয়ার কিনেছেন এই AA লিমিটেডের বর্তমান মোট বাজার মূল্য 1000 টাকা তার মানে আপনি এই কোম্পানির 10%এর মালিক। কোম্পানির লাভ হলে আপনার লাভ হবে আপনার শেয়ারের দাম বাড়বে, আর কোম্পানির লস হলে আপনারও লস হবে। তাই শেয়ার কেনার আগে আপনাকে ভাল করে সেই কোম্পানির সমন্ধে জানতে হবে।

শেয়ার বাজারে বিনিয়োগ করতে ন্যূনতম কত টাকা প্রয়োজন?

আপনি চাইলে 100 টাকা দিয়েও শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করতে পারেন। শেয়ার বাজারে ( Stock Market in Bengali) কত বিনিয়োগ করবেন তা আপনার ওপর নির্ভর করে আপনি যদি ভালো পরিমানে টাকা উপার্জন করতে চান তাহলে আপনাকে বেশি টাকা বিনিয়োগ করতে হবে। তবে আপনি যদি একদমই নতুন হন তাহলে আপনাকে প্রথমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত কারণ সরাসরি শেয়ার মার্কেট এ বিনিয়োগ করলে ঝুঁকির পরিমান অনেক বেশি হতে পারি। তাই কম রিস্ক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে সেই মিউচুয়াল ফান্ডের একজন দক্ষ ম্যানেজার আপনার সমস্ত ফান্ড ম্যানেজ করবে কখন কোন শেয়ার কিনবে বা বিক্রি করবে তা পুরোপুরি সেই ফান্ড ম্যানেজারের উপর নির্ভর করে। এতে আপনার রিস্ক কিছুটা কম থাকে কিন্তু রিস্ক একদমই নেই তা কিন্তু নয়।

আপনি মনে করলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সাথে সাথে শেয়ার মার্কেট সম্পর্কে আরও জানতে ও পড়তে শুরু করতে পারেন। শেয়ার বাজারে প্রতিদিন কি হচ্ছে সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে।আর যদি আপনি একান্তই সরাসরি শেয়ারে বিনোয়োগ করতে চান তাহলে আপনি শেয়ার বাজার শিখে তারপর বুলু চিপ (BLUE CHIP) শেয়ার গুলিতে অল্প টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন।

কোন ব্রোকারের কাছে ডিমেট একাউন্ট কিভাবে খুলবেন?

ডিমেট একাউন্ট খোলার জন্য আপনাকে ব্রোকারের সাথে যুক্ত হতে হবে। আপনি সরাসরি শেয়ার বাজার এ ( Share Market in Bengali) ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্ট করতে পারবেন না আপনার হয়ে ব্রোকার আপনার অর্ডারগুলি স্টক এক্সচেঞ্জকে পাঠায়। ব্রোকার সাধারণত ২ প্রকারের হয় যেমন ডিসকাউন্ট ব্রোকার ( Discount Broker) আর ফুল সার্ভিস ব্রোকার ( Full Service Broker)

ডিসকাউন্ট ব্রোকার (Discount Broker): ডিসকাউন্ট ব্রোকার হলো আধুনিক ব্রোকার এই ব্রোকারের সার্ভিস চার্জ এবং কমিশনের হার ফুল সার্ভিস ব্রোকারের থেকে তুলনা মূলক অনেক কম হয় আপনি সহজেই মোবাইলে এপ্লিকেশন (App)) ডাউনলোড করে ডিমেট একাউন্ট খুলতে পারবেন। কিন্তু আপনি কোনোরকম কল, টিপস, বা কাস্টমার কেয়ার সাপোর্ট সঙ্গে সঙ্গে পাবেননা এখানে যা করতে হবে আপনাকেই করতে হবে। ভারতে প্রথম 2010 সালে জিরোধা ডিসকাউন্ট ব্রোকার মডেল শুরু করে। ভারতের জনপ্রিয় ডিসকাউন্ট ব্রোকারগুলি হলো জিরোধা ( ZERODHA ), আপসটক্স ( UPSTOX ), এঞ্জেল ওয়ান ( Angel One ), গ্রো ( Groww ), পেটিএম মানি ( Paytm Money ), ধন ( Dhan ) ইত্যাদি।

ফুল সার্ভিস ব্রোকার ( Full Service Broker): ফুল সার্ভিস ব্রোকার হলো সবচেয়ে পুরানো পারম্পরিক ভাবে চলে আসা এক ব্রোকার সার্ভিস। আপনি যদি মার্কেটে একদম নতুন হন তাহলে আপনার জন্য ফুল সার্ভিস ব্রোকার একটা ভালো বিকল্প হতে পারে কারণ এই ব্রোকার আপনাকে কল , টিপস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট , ফার্স্ট কাস্টমার কেয়ার সার্ভিস সহ আরো একাধিক বিশেষ সুবিধা দিয়ে থাকে যা আপনি ডিসকাউন্ট ব্রোকারের কাছে পাবেন না। কিন্তু ফুল সার্ভিস ব্রোকারের ব্রোকারেজ ( brokerage) চার্জ অনেক বেশি হয়। জনপ্রিয় ফুল সার্ভিস ব্রোকারগুলি হলো আইসিআইসিআই ডাইরেক্ট ( ICICI Direct ), কোটাক সিকিউরিটিজ ( Kotak Securities ),এইচডিএফসি সিকিউরিটিজ ( HDFC Securities ) ইত্যাদি।

শেয়ার মার্কেট মানে কি ? নিফটি 50 কি ? What is Share Market in Bengali

শেয়ার বাজার কিভাবে কাজ করে? (Share Market in Bengali)

প্রাইমারি মার্কেট ( Primary market):ধরুন কোনো কোম্পানি যার নাম ABC CAPITAL এই কোম্পানিটি শেয়ার মার্কেটে ( Share Market in Bengali ) লিস্ট হতে চাইছে কিন্তু লিস্ট হতে চাইলে প্রথমে তাকে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার ( SEBI ) থেকে অনুমতি নিতে হবে SEBI অনুমতি দিলেই তারপর কোম্পানিটি তার আইপিও ( IPO ) ঘোষণা করবে এবং শেয়ার বাজারে লিস্ট হবে যাকে প্রাইমারি মার্কেট বলা হয়।

সেকেন্ডারি মার্কেট ( Secondary Market): শেয়ার বাজারে কোনো কোম্পানি নথিভুক্ত হওয়ার পর, প্রথমবার যখন কোম্পনির শেয়ার স্টক মার্কেটে (Stock market in bengali) কেনা বেচা শুরু হয় তাকে সেকেন্ডারি মার্কেট বলা হয়।

শেয়ার কেনাবেচার সম্পূর্ণ পদ্ধতি কিভাবে সম্পূর্ণ হয়?: মনে করুন আপনি ব্রোকারের মাধ্যমে একটি ডিমেট একাউন্ট খুলেছেন এবারে ধরুন আপনি ABC CAPITAL লিমিটেডের শেয়ার কেনার জন্য অর্ডার দিলেন তখন সেই অর্ডারটি আপনার ব্রোকার স্টক এক্সচেঞ্জের কাছে পাঠিয়ে দেয় , তখন এক্সচেঞ্জ যিনি এই শেয়ার বিক্রি করতে চাইছেন এমন কোনো বেক্তিকে খোঁজে এবং খুঁজে পেলে সেই বেক্তির ব্রোকারের কাছ থেকে শেয়ার নিয়ে আপনার CDSL একাউন্টে জমা করে দেয়।

মনে রাখবেন আপনার শেয়ার আপনার ব্রোকারের কাছে থাকে না বরং CDSL বা NSDL এর কাছে থাকে। আপনি শেয়ার কেনার জন্য যা টাকা দিয়েছেন সেই টাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার বিক্রেতার একাউন্টে জমা করে দেয়। আর এই সমস্ত কেনা বেচার পদ্ধতি সম্পূর্ণ হতে সময় লাগে (T+1) দিন, মানে আপনি যদি শেয়ার সোমবার কেনেন তাহলে মঙ্গলবারই শেয়ার আপনার ডিমেট একাউন্টে জমা হয়ে যাবে।

শেয়ার মার্কেট মানে কি ? নিফটি 50 কি ? What is Share Market in Bengali

এসইবিআই ( SEBI) কাকে বলে?

ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের ( Ministry of Finance) অধীনে থাকা SEBI ( Securities and Exchange Board of India) পুরো শেয়ার বাজারকে কন্ট্রোল করে। SEBI কি কাজ করে? শেয়ার বাজারএ ব্রোকার, মিউচুয়াল ফান্ড ম্যানেজার, ক্রেডিট রেটিং এজেন্সী, স্টক এক্সচেঞ্জ সহ সমস্ত বাজারে নজরদারি চালানো । কেউ নিয়ম ভাঙলে সেই কোম্পানি বা ব্যক্তির উপর ফাইন করা বা উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া, শেয়ার বাজারে আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখা সেবির কাজ।

স্টক এক্সচেঞ্জ ( Stock Exchange) কি?

স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ক্রেতা বিক্রেতারা বিভিন্ন সিকিউরিটিসএর ( Securities) কেনাবেচা করে যেমন শেয়ার ( Share ),বন্ড ( bond ), ইটিএফ ( ETF ), ডেরিভেটিভস ( Derivatives ) ইত্যাদি। কিভাবে স্টক এক্সচেঞ্জ কাজ করে? উদাহরণ ২ জন লোক যাদের নাম সৌরভ এবং সুদীপ। তো একজন সৌরভ এশিয়ান পেইন্টসের ( Asian Paints ) 10টি শেয়ার কিনতে চায় একটি শেয়ারের দাম দুই হাজার টাকা মানে দশটি শেয়ার কিনতে কুড়ি হাজার টাকা লাগবে ,এবং অন্যদিকে সুদীপ তার কিনে রাখা দশটি এশিয়ান পেইন্টসের শেয়ার দুই হাজার টাকা প্রতি শেয়ার মূল্যে মানে কুড়ি হাজার টাকায় বিক্রি করতে চায়।

যখন এই দুজন ব্রোকারের মাধ্যমে তাদের কেনা বেচা করার জন্য অর্ডার জমা দেয় তখন এই অর্ডার স্টক এক্সচেঞ্জের কাছে যায় এক্সচেঞ্জ অর্ডারগুলি দেখে এবং যেহেতু অর্ডারগুলি সমান সমান তাই এই অর্ডার গুলিকে কার্যকর করা হয় যাকে অর্ডার ম্যাচিং বলে। বিক্রেতার কাছ থেকে শেয়ার নিয়ে ক্রেতার একাউন্টে জমা করে আর বিক্রেতাকে তার বদলে নির্ধারিত মূল্য একাউন্টে জমা করে দেয়। যদি এই অর্ডার সমান সমান না হতো তাহলে যার সাথে এই অর্ডার মিলতো তার সাথেই শেয়ার কেনাবেচা করা হতো। বর্তমানে ভারতে দুটি স্টক এক্সচেঞ্জ আছে যার নাম : এনএসই ( NSE ) ও বিএসই (BSE)

শেয়ারের দাম কিভাবে ঠিক করা হয়?

শেয়ার বাজার ( Share Market in Bengali) মূলত চাহিদা ( Demand) এবং সরবরাহর ( Supply) অনুযায়ী কাজ করে যেমন কোনো একটি কোম্পানির শেয়ারের চাহিদা বৃদ্ধি পেলে অর্থাৎ Demand বেড়ে যাওয়ার কারণে সেই শেয়ারের দাম বেড়ে যায়। ঠিক বিপরীতভাবে সরবরাহ বেড়ে গেলে মানে সবাই বিক্রি করতে শুরু করলে সেই শেয়ারের দাম সমানে কমতে থাকে কারণ supply বেশি demand কম। তাই কোনো কোম্পানির শেয়ার মূল্য কত হবে তা পুরোপুরি নির্ভর করে সেই শেয়ারের চাহিদা এবং সরবরাহের উপর।

ট্রেডিং( Trading) ও ইনভেস্টিং( Investing) কি?

ট্রেডিং : ট্রেডিং মানে অল্প সময়ের জন্য করা হয় বিনিয়োগকারীরা কোনো শেয়ার বা অপশনস কিনে তাতে লাভ হোক বা ক্ষতি যাইহোক না কেন তা নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যায় বা পরবর্তী ট্রেড নেয়। ট্রেডিং বিভিন্ন প্রকারের হয় যেমন Swing Trading, Intraday Trading, Future and Option Trading, Scalping, Currency Trading, Commodities Trading ইত্যাদি। ট্রেডিংএ সবথেকে বেশি ঝুঁকি থাকে, এক মুহূর্তের মধ্যে এখানে সব কিছু পাল্টে যেতে পারে কখনো বড়ো লাভ হতে পারে আবার কখনো বড়ো ক্ষতি হতে পারে। এখানে লাভ হলে মানুষ লোভে আর ক্ষতি হলে ভয়ে সমস্ত টাকা হারিয়ে ফেলে।

তাই ঠিক করে জেনে এবং ভালো করে রিসার্চ করার পর আপনি ট্রেডিং শুরু করতে পারেন তবে ট্রেডিং করার জন্য আপনি সেই টাকা ব্যবহার করুন যেই টাকাটা যদি সম্পূর্ণ লস হয়েও গেলে আপনার জীবনে কোনো প্রভাব পড়বে না। আপনি মানসিক ভাবে লস নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। মনে রাখবেন শেয়ার বাজারে ( Share Market in Bengali) ট্রেডিংকে জিরো সাম গেম বলা হয় অর্থাৎ আপনি লস করলে অন্যকেউ লাভ করে আর অন্য কেউ যখন লস করে তখন আপনি লাভ করেন । SEBI তার তথ্যে বলে শেয়ার মার্কেটে( Share Market in Bengali) ট্রেডিং করা 10 জনের মধ্যে 9 জন ব্যক্তি লস করে।

ইনভেস্টিং : শেয়ার বাজারে( Share Market in Bengali) সবথেকে ভালো হলো দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা ( Long Term Investment ) বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার জন্য পরামর্শ দেন। দীর্ঘমেয়াদি বিনিয়োগে চক্রবৃদ্ধি সুদ ( Compund Intrest) কাজ করে যার ফলে আপনার বিনোয়োগ করা অল্প টাকা দীর্ঘ সময় অনেক বড় অঙ্কে পরিবর্তন হয়।

ইনভেস্টিং করার জন্য প্রথমে আপনাকে ভালো কোম্পানি বাছতে হবে তারপর সেই কোম্পানি সম্পর্কে আপনাকে সম্পূর্ণ তথ্য জানতে হবে যেমন কোম্পানির ব্যাবসা কি, কোম্পানি কবে শেয়ার মার্কেট এ লিস্ট হয়েছে সেই লিস্ট হাওয়া সময় থেকে এখন পর্যন্ত কত রিটার্ন দিয়েছে , কোম্পানি কি প্রোডাক্ট বিক্রি করছে তার চাহিদা বাজারে আছে কি না, কোম্পানি লাভ করছে না লস করছে তা দেখা , লোন কত নিয়েছে ,কোম্পানির প্রোমোটার ও ম্যানেজমেন্ট এ করা আছে ইত্যাদি মানে আপনাকে কোম্পানির ফান্ডামেন্টাল এনালাইসিস ( Fundamental Analysis ) করতে হবে।

আর কোন সময় কিনলে আপনি ভালো রিটার্ন পেতে পারেন তার জন্য সাপোর্ট ( Support) রেসিস্টেন্স ( Resistance) ইত্যাদি টেকনিকাল এনালাইসিস ( Technical Analysis) করতে হবে । এইদুটো একসঙ্গে মিলিয়ে আপনাকে শেয়ারে ইনভেস্টমেন্ট করতে হবে। প্রতি তিন মাস অন্তর সমস্ত কোম্পানি তাদের ফলাফল প্রকাশ করে সেই ফলাফল আপনাকে দেখতে হবে এবং সেই কোম্পানির ওপর বিশ্বাস রেখে আপনাকে ধৈয্য ধরতে হবে তাহলে আপনি সফল হতে পারেন। বাজার ওঠানামাকে ভয় পেলে হবে না বরং বাজার যখন নিচে পড়বে সবাই ভয় পাবে ঠিক তখনই আপনাকে সাহস করে বিনিয়োগ করতে হবে কারণ সেই সময় ভাল কোম্পানির শেয়ার অনেক কম দামে পাওয়া যায়। পরে আপনি একটা ভালো রিটার্ন পেতে পারেন কারণ বাজারের পুরোনো তথ্য দেখে এই বোঝা যায় যে মার্কেট যত নিচে পরে তার দুই ডবল উপরে যায়।

নিফটি 50 (Nifty 50) ও সেনসেক্স (Sensex) কি

নিফটি 50 বা সেনসেক্সকে বাজারে সূচক ( Indicies) বলা হয়। নিফটি 50 হলো NSE (National Stock Exchange) সূচক নিফটিতে ভারতের সবথেকে বড় 50টি কোম্পানি একসঙ্গে থাকে এই পঞ্চাশটি কোম্পানির মধ্যে প্রথমে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস ( Reliance Industries) আছে। সেনসেক্স হলো BSE ( Bombay Stock Exchange) সূচক সেনসেক্সে 30টি বড় কোম্পানি একসাথে থাকে। বর্তমানে নিফটি চলছে ( 22,150) আর সেনসেক্স ( 72,876) ট্রেড করছে এগুলি সমানে কমতে বা বাড়তে থাকে।

শেয়ার বাজারে কোন কোন কাজগুলি না করা ভালো

  1. নাজেনে শুধু কাউকে দেখে, না শিখে বাজারে আসবেন না
  2. শেয়ার বাজারে এসেই আগে ট্রেডিং করবেন না ভুলেও Intraday Trading,অপসন ( Options ) বা ফিউচার (future ) ট্রেডিং করবেন না,শিখে তারপরই করবেন।
  3. কখনো শেয়ার বাজারে ( Share Market in Bengali) লোন নিয়ে ট্রেডিং বা ইনভেস্টিং করবেন না।
  4. ভুলেও লোভে পরে সমস্ত টাকা দিয়ে ট্রেডিং করবেন না।
  5. কোনো কোম্পানি বা ব্যাক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনাকে ফোন করে কিংবা ইমেইল, ম্যাসেজ করে যদি আপনাকে কোনো টিপস দেয় শেয়ার কেনাবেচা করতে বলে,টাকা ডবল করে দেবে বলে আপনাকে ভরসা দেয় তাহলে আপনি এদের ফাঁদে পড়বেন না এরা পুরো ভুয়ো।
  6. শুধু লাভের কথা ভাববেননা কারণ এইটা শেয়ার বাজার, আপনার একটু ভুল হলে আপনি সমস্ত টাকা হারাতে পারেন তাই শেয়ার বাজরে লস কিন্তু খুব বেশি হয় সেটাও একবার ভাববেন।
  7. কখনো পেনি স্টক এ ( Penny Stock) বিনিয়োগ ( Investment) করবেন না।

উপসংহার

এখানে আমরা শেয়ার বাজার কি ( What is Share Market in Bengali) কিভাবে কাজ করে এই সমস্ত প্রাথমিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি শেয়ার বাজার অনেক বড় একটা প্রতিবেদনে সমস্ত তথ্য দেওয়া সম্ভব নয়। কিছু তথ্য এখানে বাদ পড়তে পারে তাই শেয়ার বাজার সহ পুরো ফিনান্সিয়াল খবরের সমস্ত আপডেট প্রতিদিন বাংলায় ( Share Market in Bengali) পেতে আমাদের এই ওয়েবসাইটে ভিসিট করুন।

মনে রাখবেন এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য শুধুমাত্র শেখা ও জানার জন্য লেখা। আমরা আপনাকে কোনোরকম শেয়ার মার্কেটে ট্রেডিং, ইনভেস্টিং বা কোনো শেয়ার কেনার জন্য পরামর্শ দিয়না সুতরাং আপনার কোনোরকম লাভ বা ক্ষতি হলে তার দায়িত্ব আমাদের নয়। তাই শেয়ার বাজারে ইনভেস্ট ট্রেডিং বা কোনো কিছু করার আগে অবশ্যই আপনার আর্থিক বিশেষজ্ঞর সাথে পরামর্শ করুন।

প্রশ্ন উত্তর ( FAQ )

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top