About Us ( আমাদের সম্পর্কে )

bengalishare.com

আমাদের লক্ষ্য :

 এই ওয়েবসাইট তৈরি করার আমাদের মূল উদেশ্য বাঙালিরা যাতে সহজ ভাবে জানতে পারে যে কিভাবে ফিনান্সিয়াল মার্কেটগুলি কাজ করে , বাঙালিদের কথা ভেবেই ওয়েবসাইটটি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরী করা হয়েছে। এই ওয়েবসাইট এর  মাধ্যমে আমরা শেয়ার মার্কেট সহ অন্য সমস্ত ফিনান্সিয়াল মার্কেট সমন্ধে মানুষকে সচেতন করে তুলতে চাই।  

কারণ অনেকেই মনে করেন যে ভারতীয় শেয়ার মার্কেট বা অন্যান্য আর্থিক মার্কেটগুলি সমস্ত জুয়া কিন্তু বিশ্বাস করুন বাস্তবে তাই নয়। আপনি যদি আগে ভালোকরে শেখেন এবং বোঝার চেষ্টা করেন যে কিভাবে এই আর্থিক মার্কেট গুলি কাজ করে তাহলে আপনার সাফল্যের পরিমান অনেক বেড়ে যাবে। কিন্তু অনেকেই সঠিক ভাবে না জেনে ট্রেডিং , ইনভেস্টিং বা  ক্রিপ্টো কার্রেন্সিতে বিনিয়োগ শুরু করে দেন প্রথম কিছুদিন  লাভ হলেও  তারপর সমানে লস হতে থাকে কিছুদিন পরে এই সমস্ত মানুষ শেয়ার বাজারকে  জুয়া বলে ছেড়ে দেন। আপনি ভালোভাবে  জেনে শিখে  যদি শেয়ার বাজার এ আসেন এবং  ঠিক ভাবে কাজ করেন তাহলে একটা বড় অর্থ আপনি উপার্জন করতে পারেন।  আমরা মনে করি প্রত্যেকের একটি সুন্দর আর্থিক ভবিষ্যত গড়ার অধিকার রয়েছে। কিন্তু কিভাবে এই  সমস্ত আর্থিক বাজরগুলি  সম্পর্কে আপনি আরও জানবেন তার জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন আমরা সমস্ত রকম চেষ্টা করবো আপনাদের সঠিক তথ্য জানাতে।      

ওয়েবসাইটের প্রতিষ্ঠা:

Bengalishare.com এই ওয়েবসাইটটি 05.01.2024 সালে তৈরী করা হয়. 

Apu Hazra CEO &  FOUNDER of Bengalishare.com

 Apu Hazra একজন ব্লগার এবং ইনভেস্টর, গত পাঁচ বছর ধরে ইনি শেয়ার বাজারের সাথে যুক্ত। 

ওয়েবসাইটের বিষয়বস্তু

আমাদের ওয়েবসাইট Bengalishare.com একটি ফিনান্সিয়াল নিউস ওয়েবসাইট এখানে আপনারা অর্থ সম্পর্কিত সমস্ত খবর ও পোস্ট পাবেন  যেমন শেয়ার মার্কেট, ট্রেডিং, আইপিও , কোম্পানি , ইনভেস্টিং, ক্রিপ্টো কারেন্সী , লোন , ইন্সুরেন্স , ক্রেডিট কার্ড , ট্যাক্স ইত্যাদি।  

 আমাদের অন্য ফিনান্সিয়াল ওয়েবসাইট :

 1> Finnance.in

 2> Bearishbull.com 

  যোগাযোগ করুন:

   আপনার কোনো বিষয়ে প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের ইমেইল করুন তাছাড়া আপনারা আমাদের সোশ্যাল একাউন্টগুলিতেও যোগাযোগ করতে পারেন ইমেল [ [email protected] ]

   সোশ্যাল মিডিয়া একাউন্ট :


Facebook


Twitter


Instagram


Linkedin


Reddit

আমাদের ঠিকানা: 

শ্রীরামপুর, জেলাঃহুগলী, রাজ্য: পশ্চিমবঙ্গ, ভারত  

“bengalishare.com” কে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসুন একসঙ্গে এই আর্থিক যাত্রা শুরু করি। 

 

” ধন্যবাদ “

Scroll to Top