Apeejay Surrendra Park Hotels IPO: বাজারে আসছে পার্ক হোটেলস আইপিও জেনেনিন প্রাইস , জিএমপি অন্যান্য বিষয়বস্তু

Apeejay Surrendra Park Hotels IPO

Apeejay Surrendra Park Hotels IPO ( পার্ক আইপিও ): আইপিও খোলা হবে ০৫.০২.২০২৪ তারিখে , কোম্পানি বাজার থেকে ৯,২০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। প্রতি শেয়ার পিছু ১৪৭ থেকে ১৫৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি লটএ ৯৬টি শেয়ার থাকবে।

আপনি যদি একজন রিটেল ইনভেস্টর হন তাহলে আপনাকে কমপক্ষে ১৪,৮৮০ টাকা বিনিয়োগ করতে হবে। সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত  বিনিয়োগ করতে পারবেন। 

Apeejay Surrendra Park Hotels IPO বিস্তারিত তথ্য 

[table id=1 /][table id=2 /]

কোম্পানি কি ব্যবসা করে ?

এই কোম্পানিটি মূলত হোটেল ব্যাবসার সাথে যুক্ত,  ফাইল করা তথ্য অনুযায়ী পুরো ভারতে হোটেল  ব্যাবসার দিক থেকে সংস্থাটি ৮তম স্থানে রয়েছে। কোম্পানিটি নিজের অধীনে কিছু  ব্র্যান্ডকে পরিচালনা করা যেমন The Park, The Park Collection, Zone Connect by The Park, Zone by The Park and Stop by Zone ইত্যাদি। এছাড়া রিটেল সেক্টর এ ( Flurys ) নামে একটি ব্র্যান্ড পরিচালনা করে। 

Apeejay Surrendra Park Hotels IPO

শেয়ার মার্কেটে লিস্ট হওয়ার উদেশ্য

১. প্রথমত কোম্পনিটি তার ঋণ পরিশোধ করতে চায় 

২. দ্বিতীয় সাধারণ কর্পোরেট কাজকর্ম করার জন্য 

Apeejay Surrendra Park Hotels IPO জেএমপি

Investorgain.com এর তথ্য অনুযায়ী গ্রে মার্কেটে শেয়ারটি ৬৫ টাকা প্রিমিয়াম এ ট্রেড করছে  কোম্পানির নির্ধারিত সর্বোচ্চ শেয়ার মূল্য ১৫৫+৬৫=২২০ টাকা বর্তমান মূল্য। এই গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে অনুমান করা হচ্ছে যে বিনিয়োগকারীরা বিনোয়োগ করার জন্য যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে। হয়তো শেয়ারটি একটা ভালো লিস্টিং গেইন রিটার্ন দিতে পারে। 

সারমর্ম : যেকোন আইপিওতে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার আর্থিক বিশেষজ্ঞর সাথে কথা বলুন কারণ শেয়ার মার্কেট এ ইনভেস্ট কিংবা ট্রেড করা অত্যান্ত ঝুঁকিপূর্ণ আপনি সমস্ত অর্থ হারাতে পারেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top